বান্দরবানে যানবাহন সমবায় সমিতির সদস্যরা পেল ঈদ বোনাস

বান্দরবানের মাইক্রোবাস,জীপ ও পিক-আপ মালিক সমবায় সমিতি

বান্দরবানে মাইক্রোবাস, জীপ ও পিক-আপ মালিক সমবায় সমিতির প্রত্যেক সদস্যকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে ।

NewsDetails_03

আজ শনিবার (০৯ মে) সমিতির অফিস কক্ষে সমিতিতে অন্তর্ভূক্ত ৩০১ জন সদস্যকে ঈদ বোনাস হিসেবে এই অর্থ প্রদান করা হয় বলে । সদস্যদের মাঝে এই অর্থ তুলে দেন সমিতির সাধারণ সম্পাদক মো: নাছিরুল আলম ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর ।

বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিক-আপ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর বলেন, করোনায় বান্দরবানে পর্যটন সেক্টরের পরিবহন গুলো প্রায় দুই মাস বন্ধ রয়েছে । এসব পরিবহনের মালিকেরা পর্যটকদের ওপর নির্ভরশীল । পযটক ভ্রমণে আসলে পরিবহনগুলোর আয় হয় । সমিতির জমানো অর্থ থেকে প্রতি সদস্যকে ১০ হাজার টাকা করে সর্র্বমোট ৩০ লক্ষ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন