বান্দরবানে যুবকের লাশ উদ্ধার

NewsDetails_01

বান্দরবানের বালাঘাটায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার বালাঘাটা পূর্বমুসলিম পাড়ায় নিজ বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের নাম দেলোয়ার হোসেন (১৮)। সে পেশায় একজন রাজমিস্ত্রী। তারবাড়ি চড়ুইপাড়া এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

NewsDetails_03

নিহত যু্বকের ভাই আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, বছর খানেক আগে আমার ছোটভাই পরিবারের অসম্মতিতে বালাঘাটার রুবি আক্তারকে প্রেম করে বিয়ে করেন। তারপর থেকে শশুরবাড়িতে পাশ্ববর্তী পূর্বমুসলিম পাড়ায় থাকতেন। সকালে তার মৃত্যুর খবর শোনে এসে দেখি খাটের উপরে লাশ পড়ে আছে। গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন