পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের নির্দেশনায় বান্দরবান থানার এসআই বিকাশ রুদ্রের নেতৃত্বে মসজিদ মার্কেটের চাউল ব্যবসায়ী মোঃ নজিব হোসেন প্রকাশ রিপন ওরফে ফেন্সি রিপন ব্যবসার অগোচরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল, আর তাকে সাহায্য করছিল শহরের পূর্রবী হোটেলের কর্মচারী রিপন বিশ্বাস।
প্রসঙ্গত, মোঃ নজিব হোসেন প্রকাশ রিপন ওরফে ফেন্সি রিপন বান্দরবান জেলা যুবদলের নেতা আব্দুল মাবুদের অনুসারী। রিপন মিয়ানমার থেকে বান্দরবানে এসে যুবদলের রাজনীতির সাথে জড়িয়ে পরে। এরপর রাজনৈতিক নেতাদের আশ্রয়ে বান্দরবানের নাগরিকত্ব গ্রহন করে বিগত ১৩ বছর ধরে জেলা শহরে ফেনসিডিল ব্যবসা করে আসছিল।
2 মন্তব্য
A.E CID police mittuk…Niriho manush deir ke Dore dore Atok kortese….CID police ra League Suppoter….Tai BNP Neta deirke atok korte se…..Refon Bair mukti Sai.
ভালো।