এসময় মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেয় । ইউপিডিএফ বান্দরবান জেলা ইউনিটের আহবায়ক ছোটন কান্তি তংচঙ্গ্যার সভাপতিত্বে মানববন্ধনে এসময় রাখেন যুব ফোরামের চট্টগ্রাম শাখার সভাপতি শুভ চাকমা,সদস্য রুপন চাকমা সহ প্রমুখ । মানববন্ধনে বক্তারা রাঙ্গামাটি নানিয়াচরের কলেজ ছাত্র এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমা হত্যার সুষ্ট বিচার ও খুনীদের গ্রেফতার করে যথাযথ শাস্তি প্রদানের দাবি জানান।
প্রসঙ্গত গত ৫ এপ্রিল রাঙ্গামাটির নানিয়ারচর থেকে ট্রাক পোড়ানো ও বাস লুটের অভিযোগে রমেল চাকমাকে আটক করে নিরাপত্তাবাহিনী, পরে তাকে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আর ১৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রমেল চাকমা।