প্রচার প্রচারনা শেষ, এবার প্রার্থীদের নির্বাচনের লড়াই। রাত পোহালেই জেলার ৭টি উপজেলায় শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন, আর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন। কাল সোমবার ১৮ মার্চ বান্দরবান জেলার সব উপজেলায় একযোগে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
আর এ লক্ষ্যে সকাল থেকেই জেলার ১৭৬টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নির্ধারিত প্রিজাইডিং কর্মকর্তার মাধ্যমে পাঠানো হয়। আজ রবিবার সকাল ১০টার পর থেকে এসব সরঞ্জাম জেলার ভোট কেন্দ্রে পাঠানো শুরু হয়।
বান্দরবান সদর উপজেলা পরিষদ থেকে ৪০টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন উপস্থিত থেকে এসব সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তার কাছে তুলে দেন।
এদিকে জেলার ১৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩টি দূর্গম ভোট কেন্দ্রে গত শনিবার হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে এবং উপজেলাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।