সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫৭তম আবির্ভাব উৎসব অনুষ্ঠানের পৌরহিত্য করবেন কৈবল্য ধামের মোহন্ত মহারাহ শ্রীমৎ অশোক কুমার চট্রোপাধ্যায়। অনুষ্ঠানে গীতাপাঠ,দীক্ষা অনুষ্ঠান,গুরু পূজা, ভোগরাগ ও সত্যনারায়ণ পূজা, মহা প্রসাদ আস্বাধন এবং ঠাকুরের জীবনী আলোচনা করা হবে।
উৎসব উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল দাশ বলেন, অনুষ্ঠানে সংগীত পরিবেশনের জন্য আসবেন সাজু মিত্র, আমরা অনুষ্ঠানকে সফল করতে সব ধরণের প্রস্তুতি গ্রহন করেছি।
প্রসঙ্গত, অনুষ্ঠান সফল করতে ইতিপূর্বে বিষ্ণুপদ দাশকে সভাপতি, উজ্জল দাশকে সাধারণ সম্পাদক ও তপন চক্রবর্তীকে অর্থ সম্পাদক করে উৎসব উৎযাপন কমিঠি গঠন করা হয়।