বান্দরবানে রেডক্রিসেন্টের চেক বিতরণ

NewsDetails_01

বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই চেক বিতরণ
বান্দরবানে রেডক্রিসেন্টের উপকারভোগী গরীব ও অসহায় পরিবারে মধ্যে আয় বৃদ্ধিমুলক কাজের অনুকূলে চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
এই সময় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ উদ্দিন। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, রেডক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের সেক্রেটারী একেএম জাহাঙ্গীরসহ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা বলেন, বিশ্বব্যাপী প্রায় ৯৭ মিলিয়ন স্বেচ্ছাসেবী, সদস্য এবং কর্মী সহ একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন, যা মানুষের জীবন এবং স্বাস্থ্য রক্ষা, সব মানুষের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা, এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
অনুষ্টানে বান্দরবানের বিভিন্ন উপজেলার দুইশত অসহায় ও গরীব পরিবারের মধ্যে আয় বৃদ্ধিমূলক কাজের অনুকুলে প্রতি পরিবারকে ৩০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

আরও পড়ুন