বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে বান্দরবানে রেডক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে শুরু হয় বার্ষিক সাধারণ সভা।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের সভাপতি ক্য শৈ হ্লার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী , রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার শেখ রইসুল আলম ময়না ,ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর , নির্বাচন কমিনার মোজাম্মেল হক বাহাদুরসহ ইউনিটের বিভিন্ন সদস্যরা। সভায় আগামী তিন বছরের জন্য পুরাতন কমিটিকে সর্ব সম্মতি ক্রমে আবার পুনরায় কার্যক্রম পরিচালনার জন্য বহাল রাখা হয়।