বান্দরবানে রোগীদের সেবার অ্যাম্বুলেন্স সেবা শুরু করলো ছাত্রলীগ

NewsDetails_01

বান্দরবান জেলা ছাত্রলীগের পক্ষ থেকে রোগী বহনকারী গাড়ী (অ্যাম্বুলেন্স)এর উদ্বোধন ও পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার (১জানুয়ারি) দুপুরে বান্দরবানের অরুণ সারকী টাউন হলে এই অ্যাম্বুলেন্স এর উদ্বোধন ও পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অ্যাম্বুলেন্স এর উদ্বোধন ও পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

NewsDetails_03

জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশসহ ছাত্রলীগ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বান্দরবান জেলা ছাত্রলীগের নিজস্ব উদ্যোগে ১৩ লক্ষ টাকায় এই অ্যাম্বুলেন্স ক্রয় করা হয় এবং আগামীতে এই অ্যাম্বুলেন্স এর মাধ্যমে বান্দরবান থেকে কম খরচে দেশের যে কোন প্রান্তে উন্নত চিকিৎসা করতে রোগীরা এই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবে বলে জানায় জেলা ছাত্রলীগ।

আরও পড়ুন