সারাদেশেরমত পার্বত্য জেলা বান্দরবানে চলছে দ্বিতীয় দিনের মতো কঠোর লকডাউন। লকডাউনে আইন অমান্য করায় জেলার সাত উপজেলায় ১৮টি ভ্রাম্যমান আদালতের টিম অভিযান চালিয়ে ৩৮টি মামলা ও ১১ হাজার ৭৫০টাকা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত আইন অমান্যকারীদের এ মামলা ও জরিমানা আদায় করা হয়।
এদিকে লকডাউনের ২য় দিনে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী,পুলিশ,টহল দিচ্ছে। মানুষকে সচেতন করতে অলিগলিতে রয়েছে রোভার স্কাউটের সদস্যরা।
একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লকডাউনে সরকারি নির্দেশনা মানাতে পুরো জেলায় ১৮টি ভ্রাম্যমান আদালতের টিম কাজ করছে । এদিকে লকডাউন অমান্য করে যারা ঘরের বাহিরে আসছে এবং স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে তাদের বিভিন্ন ধরনের মামলার পাশাপাশি জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত।
বান্দরবান জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো : কায়েসুর রহমান বলেন, আমরা সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছি । যারা আইন অমান্য করে সড়কে আসছে তাদের অনেককেই সর্তক করার পাশাপাশি জরিমানা করা হচ্ছে।
তিনি আরো বলেন,সাধারণ জনগন আরো সচেতন হলে আমরা এই করোনা মহামারি থেকে মুক্ত থাকবো এবং নিরাপদে বসবাস করতে পারবো।