বান্দরবানে লাল মোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত

purabi burmese market

বান্দরবানে লাল মোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল খেলায় পরস্পর মোকাবেলা করেন পাইথংস স্পোটিং ক্লাব বনাম পার্থ একাদশ।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে বান্দরবান শহরের রাজার মাঠে বান্দরবান ফুটবল একাডেমির আয়োজনে এই ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়। এসময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা’র সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।

খেলায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য খলিলুর রহমান সোহাগ, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন চৌধুরী বাবর, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি থে ওয়াং মার্মা (হ্লা এ মং), লাল মোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজন কমিটির আহবায়ক উৎসব ঘোষ রাহুল, সদস্য সচিব পুলু মার্মা, যুগ্ন সাধারণ সম্পাদক বাবলু বড়ুয়া ভুতুসহ ক্রীড়াপ্রেমীরা।

সেমিফাইনাল খেলায় পাইথংস স্পোটিং ক্লাব বনাম পার্থ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পাইথংস স্পোটিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে পার্থ একাদশ বিজয়ী লাভ করে। খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন বান্দরবানের সাবেক ফুটবল খেলোয়াড় মোঃ মাহাফুজুর রশিদ বাচ্চু, খেলা পরিচালনা করেন রুপন কুমার দত্ত। সহকারী রেফারির দায়িত্ব পালন করে শিমুল দাশ ও বাপ্পি মল্লিক।

dhaka tribune ad2

প্রয়াত লাল মোহন বাহাদুর বান্দরবানের একজন স্বনামধন্য ফুটবল খেলোয়াড় ছিল, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পিতা। আর তার সৃত্মির স্মরণে বান্দরবান ফুটবল একাডেমি এই ফুটবল টুণার্মেন্টের আয়োজন করেছে। প্রথমবারের মত এবারের টুর্ণামেন্টে অংশ নিচ্ছে জেলার ৮টি ফুটবল দল।

প্রসঙ্গত, লাল মোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্টের মিডিয়া পার্টনার হিসাবে আছে পাহাড়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “পাহাড়বার্তা

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।