বান্দরবানে লেবুর ব্যবস্থাপনা ও উৎপাদন শীর্ষক কৃষক প্রশিক্ষণ
বান্দরবানে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৪ নভেম্বর) সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তর বান্দরবান সদর উপজেলার আয়োজনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রদর্শনীভূক্ত ৩০ জন কৃষক কৃষাণীককে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসময় উপস্থিত থেকে কৃষকদের লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদনের উপর বিশদ প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক ড. এ কেএম নাজমুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান,সদর উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুকসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষান কৃষানিরা।
এসময় কৃষাণ কৃষাণীদের লেবু জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির আধুনিক কলাকৌশল, আন্তঃপরিচর্যার উপর প্রশিক্ষণ প্রদান করা হয় এবং বিভিন্ন জাতের চারা, রাসায়নিক সার এবং ভার্মি কম্পোস্ট প্রদান করা হয়।