এসময় চট্টগ্রামের পশ্চিম হারলার শুচিয়ার শ্রী শ্রী লোকনাথ -রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্মিত এই লোকনাথ সেবাশ্রমের উদ্বোধন করেন। এসময় শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের সভাপতি রতন দাশ,সহ-সভাপতি রামপদ দাশ,ননাই শীল,সম্পাদক লিটন চক্রবর্তী,সাংগঠনিক সম্পাদক রুপন দাশ,অর্থ সম্পাদক রতন শীল,মন্দিরের ভুমিদাতা মানিক শীল সহ সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বী লোকনাথ ঠাকুর প্রেমী নারী ও পুরুষেরা উপস্থিত হয়ে মোমবাতি ও ধুপ প্রজ্জলন করে এবং জগতের সুখ শান্তি কামনায় সমবেত প্রার্থনা করে। সনাতন ধর্মালম্বীদের এই শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্বোধন উপলক্ষে জেলা ও উপজেলা ছাড়া ও দেশের বিভিন্ন লোকনাথ মন্দিরের ব্রহ্মচারী ও সেবকেরা অনুষ্টানে উপস্থিত ছিলেন, আর উপস্থিত ভক্তদের জন্য উৎসবস্থলে আয়োজন করা হয় মহা প্রসাদের।