বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (০৫ জানুয়ারী) বিকালে জেলার ঐতিহ্যবাহী স্থানীয় রাজার মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক জসিম উদ্দিন তুষারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল বান্দরবান জেলা বিএনপির নব গঠিত সদস্য সচিব, বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ জাবেদ রেজা।

NewsDetails_03

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় মাইদং ত্রিপুরা একাদশ বনাম ভিক্টোরিয়ার্স ভাইকিংস ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় মাইদং ত্রিপুরা একাদশ ৫-০ গোলে ভিক্টোরিয়ার্স ভাইকিংস ফুটবল একাদশ কে পরাজিত করে। টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।

দল গুলো হচ্ছে ১) মাইদং ত্রিপুরা একাদশ বনাম ভিক্টোরিয়ার্স ভাইকিংস ২) এফ সি ফ্রাংকো বনাম জিটিএল-কালাঘাটা ৩) এ্যাভেঞ্জার্স বনাম ফারুক টিম্বার্স ৪) যুব ফ্রেন্ডস ক্লাব অফ বান্দরবান বনাম ব্রাদার্স ইউনিয়ন আলীকদম ৫) বান্দরবান ম্রো এফ সি বনাম বান্দরবান মুনষ্টার ক্লাব ও ৬) তাজিংডং ফ্রেন্ডস ক্লাব বনাম ফাইটাস অফ আলীকদম। আগামী ১৪ ফেব্রুয়ারী টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শহিদুল ইসলাম, বিএনপি নেতা রিটল বিশ্বাস, শাহাদাত হোসেন, চনুমং মার্মা, রফিকুল ইসলাম, নাছিরুল আলমসহ প্রমুখ।

আরও পড়ুন