বান্দরবানে শিক্ষক ও ইমামদের সাথে মতবিনিময় সভা

NewsDetails_01

বান্দরবানে শিক্ষক ও ইমামদের সাথে মতবিনিময় সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিছুর রহমানসহ অন্যরা
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়ন উপলক্ষে বান্দরবানে শিক্ষক ও ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিছুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশন বান্দরবানের উপ পরিচালক খাজা আহমদ নিয়াজী, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলাউদ্দিন ইমামী, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরী,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ বান্দরবান জেলা শহরের বিভিন্ন মসজিদ,মন্দির,র্গীজা ও বৌদ্ধ বিহারের প্রতিনিধিরা ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারে আমলে দেশের সকল ধর্মের মানুষ সুন্দর ও সুস্থভাবে সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছে । সরকারের আন্তরিকতার কারণে আজ বিভিন্ন মসজিদ ,মন্দির, র্গীজা,বৌদ্ধ বিহার সরকারি বিভিন্ন অনুদান পেয়ে আরো আধুনিক হচ্ছে । বর্তমান সরকারের আমলে দুর্গম পার্বত্য জেলাসহ সমতলের মানুষ এখন শান্তিতে নিজ নিজ ধর্ম পালন করতে পারছে।

আরও পড়ুন