বান্দরবানে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
সারা দেশে চলমান ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, খুনের প্রতিবাদ, জাতিসংঘের অধিনে তদন্ত ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বান্দরবানের ছাত্র সমাজ।
আজ রবিবার (৪ আগষ্ট) বেলা সোয়া ৩টায় বান্দরবান সদরের ক্যাং মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় উই ওয়ান্ট জার্স জাস্টিস, দালালি না রাজ পথ, আমার ভাই মরল কেনসহ বিভিন্ন শ্লোগানে মুখরিত করে ওই এলাকা। পরে অটোবি শোরুমের সামনে দাঁড়িয়ে উপস্থিত সাধারন শিক্ষার্থীদের উদ্দেশে সমাপনি বক্তব্য প্রদান করেন তাদের দলনেতা।
অপরদিকে আজ সকাল ৯ থেকে বান্দরবান সদরের জেলা আ.লীগ অফিস ও মুক্ত মঞ্চের সামনে রাজ পথ দখলের উদ্দেশ্যে অবস্থান নেয় দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। দেশের অদ্ভুত পরিস্থিতির কারনে আজ সকাল থেকে বান্দরবানে কোন প্রকার দূরপাল্লার গণপরিবহন আসা-যাওয়া করেনি।
বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাস জানান, জামাত শিবির ও বিএনপির প্ররোচনায় আন্দোলনকারীরা যে এক দফা দাবিতে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের নেতা কর্মীরা রাজ পথ দখলে রেখেছে।