
বান্দরবানের সদর উপজেলার মনজয় পাড়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আর এ অভিযোগে বান্দরবান সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান রাজু মং মারমার ছেলে লাতু মং মারমা (৩৫) এর বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবার সদর থানায় মামলা দায়ের করেছে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ২১ মার্চ রাতে মনজয় পাড়ার বাড়িতে পরিবারের অন্য সদস্যরা না থাকায় শিশুটিকে একে পেয়ে লাতু মং মারমা শিশুটির মুখ চেপে ধরে ঘরের পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে কান্নরত অবস্থায় শিশুটিকে দেখেতে পেয়ে গ্রামের লোকরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করায়।
এদিকে এই ঘটনায় বুধবার বান্দরবান সদর থানায় ভিকটিমের পরিবার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লাতুমং (৩৫) পলাতক রয়েছেন।
এই ব্যাপারে অভিযুক্তর পিতা সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান রাজুমং মারমা জানান, আমার ছেলে অপরাধ করলে সে অপরাধী। ধর্ষককে যেখানে থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে তৎপর রয়েছে।