বান্দরবানে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু

NewsDetails_01

বান্দরবানে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। এবার জেলার প্রায় ৭৫হাজার ৯৪৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সুষ্ঠুভাবে শিশুদের ভিটামিন খাওয়ানোর লক্ষ্যে জেলায় মোট ৮৩১টি কেন্দ্র খোলা হয়েছে ।

আজ ১৫ জুন (বুধবার) সকাল থেকে বান্দরবানের বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে জড়ো হচ্ছে অভিভাবকরা আর তাদের বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াচ্ছে স্বাস্থ্যকর্মীরা।

NewsDetails_03

বান্দরবানের সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী জানান, ১৫ জুন থেকে ১৯ জুন ৪দিন বান্দরবানে ৬ হতে ১১ মাস বয়সী ১১হাজার ৬০৫ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাস বয়সী ৬৪ হাজার ৩৪০জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরো জানান, এই ভিটামিন গ্রহণের ফলে শিশুরা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকবে এবং বিনামুল্যে সরকারি ভাবে শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও পড়ুন