বান্দরবানে শিশুদের মধ্যে ফুড রেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ
বান্দরবানে শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভালপমেন্ট কনর্সান (সিডিসি) এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের মধ্যে ফুড রেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৬ সেপ্টেম্বর (বুুধবার) সকালে বান্দরবান শহরের উজানীপাড়ায় কমিউনিটি ডেভালপমেন্ট কনর্সান (সিডিসি) এর অফিস প্রাঙ্গণে নিবন্ধীত শিশুদের মধ্যে এই ফুড রেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ৩০৮জন শিশুদের পরিবারের মধ্য প্রতি পরিবারকে ১০ কেজি চাউল,২ কেজি মশুর ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১কেজি লবন,১ কেজি আটা,৪টি সাবান,৭ টি মাক্স ও ১টি টুথ পেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর থুইসিং প্রু লুুুবু, শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি পাকসিম, প্রকল্প সদস্য থিমখুপ বুইতিংসহ অনেকে।