প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সেভ দ্যা চিলড্রেনস এর সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) বান্দরবানের আয়োজনে শিশু অধিকার বাস্তবায়ন সর্ম্পকিত জবাবদিহিতা বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই জবাবদিহিতা অধিবেশন অনুষ্ঠিত হয়।
এসময় অধিবেশেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. নোমান হোসেন। অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি, বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনকেএস বান্দরবানের নিবার্হী পরিচালক হ্লাচিং নু মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ইয়ুথ ভলান্টিয়ার মো. আব্দুল্লাহ জোবাইর, ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) বান্দরবান জেলা কমিটির সভাপতি মানসুরা আক্তার ইতি, ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) চিম্বুক এর সভাপতি মেনলক ম্রোসহ বান্দরবানের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় বান্দরবান জেলা ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) এবং চিম্বুক ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) এর অর্ধশতাধিক শিশু সদস্য অধিবেশন অংশ নেয়।
এসময় আলোচকরা বান্দরবানের বিভিন্ন এলাকায় শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, যোগাযোগ, স্যানিটেশন, নিরাপদ পানি, জলবদ্ধতা, ইভটিজিং, শিশু বিবাহ প্রতিরোধসহ শিশুদের নানা প্রকার সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমস্যা সমাধানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।