বান্দরবানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

NewsDetails_01

বান্দরবানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবানে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ( শীতকালীন) ক্রীড়া প্রতিযোগিতা এর পুরষ্কার বিতরণী ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বান্দরবান কালেক্টরেট স্কুলে রেইছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্লী মার্মা ও বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পদ বডুয়ার সঞ্চালনায় বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার ,বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বান্দরবান কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম ,বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাখাল বড়ুয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী মো. নাসির,সদর উপজেলা চেয়ারম্যান এর একান্ত সহকারী মো.হেলাল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে এসময় বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই, প্রত্যেক ছাত্র-ছাত্রীকে পড়ালেখা ও পাশাপাশি বিভিন্ন প্রকার খেলাধুলার সাথে পরিচিত করা অতিব গুরত্বপূর্ণ। আওয়ামীলীগ সরকার শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সদা সচেষ্ট। খেলাধুলা শিশুদের প্রতিরোধী হতে উৎসাহী করে, মোকাবেলা করতে শেখায়।
তারা আরো বলেন, এখন আমাদের শিশুরা ফ্ল্যাট বাড়িতে গড়ে উঠছে। এখনকার শিশুরা হাত-পা ছাড়িয়ে খেলাধুলা করার সুয়োগ থেকে বঞ্চিত, আমাদের শিশুদের সঠিক ভাবে বেড়ে উঠার জন্য খেলাধুলা আবশ্যক। আলোচনা সভা শেষে প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণে মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

আরও পড়ুন