বান্দরবানে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত

NewsDetails_01

বান্দরবানে শুভ বুদ্ধ পূর্ণিমায় বৌদ্ধ অনুসারীরা
বান্দরবানে বোধিবৃক্ষে পানি উৎসর্গের মাধ্যমে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব (বৈশাখী পূর্ণিমা) বুদ্ধ পূর্ণিমা।
এ উপলক্ষে আজ রোববার সকালে বোমাং সার্কেলে চীফ রাজা উচপ্রু চৌধুরী নেতৃত্বে শহরের জাদিপাড়া রাজবাড়ি প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজানী পাড়া বৌদ্ধ বিহারের এসে শেষ হয়। এসময় শত শত নর-নারী,দায়ক-দায়িকা,উপ-উপাসীকাবৃন্দ চন্দনের পানি ও ফুল নিয়ে অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে প্রার্থনা ও বোধি বৃক্ষমূলে চন্দন জল সিঞ্চনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। পরে বিহারের সমবেত হয়ে পঞ্চমশীল গ্রহন এবং দেশ ও জাতীর উদ্দেশে মঙ্গল কামনা করেন। এসময় ধর্ম দেশনা দেশ উজানী পাড়া বিহারের অধ্যক্ষ ভান্তে (চেংদাওইয়ার) মহাথের। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা।
উল্লেখ্য যে, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজরিত বুদ্ধ পূর্ণিমা। তাই বৌদ্ধদের জন্য দিবসটি অত্যন্ত তাৎপর্যময়।

আরও পড়ুন