দেশব্যাপী অনুর্ধ ১৮ খোলোয়াড় বাছাই এর অংশ হিসেবে বান্দরবানে ও অনুর্ধ ১৮ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ১৭ এর খোলোয়াড় বাছাইপর্ব শুরু হয়েছে ।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে এই খোলোয়াড় বাছাইপর্ব শুরু হয়। এসময় জেলা ও উপজেলার প্রায় শতাধিক ফুটবল খেলোয়াড়রা বাছাইপর্বে অংশ নেয়। অনুর্ধ ১৮ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ১৭এর বাচাইপর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক মো:মাসুদ পারভেজ কায়সার ,সহকারি প্রশিক্ষক অসিম বড়ুয়া, বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মংহ্নৈচিং মার্মা, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যাক্ষ মো:হাবিবুর রশিদ,জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য দিলীপ কুমার দে,সাবেক ফুটবল খেলোয়াড় সরোজ বড়–য়া সহ ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা। আয়োজকেরা জানায়,অনুর্ধ ১৮ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ১৭ এর বাচাইপর্বে উর্ত্তীণদের মধ্যে থেকে একটি ফুটবল টিম গঠন করা হবে এবং ২০দিন ব্যাপী বান্দরবান জেলা স্টেডিয়ামে উন্নত প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন ভেনুতে এই অনুর্ধ ১৮ ফুটবল টিম বিভিন্ন টুর্ণামেন্টে অংশগ্রহন করবে।