বান্দরবানে শুরু হচ্ছে মুজিব শতবর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেস

purabi burmese market

বান্দরবানে শুরু হচ্ছে মুজিব শতবর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেস। আগামী ২০ নভেম্বর দিনব্যাপী শুরু হবে মাউন্টেন বাইক রেস। দেশের ১০০ জন মাউন্টেন বাইকার এ প্রতিযোগিতায় অংশ নিবেন। বান্দরবান জেলা সদর থেকে শুরু হয়ে এ বাইক প্রতিযোগিতা শেষ হবে থানচির নীলদিগন্তে।

রবিবার (১৪ নভেম্বর) সকালে জেলা পরিষদ সভা কক্ষে এরইমধ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ।

সভায় বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের কোষাধ্যক্ষ মো: সহিদুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী এটিএম কাউছার হোসেন, জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, সিংঅং খুমী, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিল্কি ।

এছাড়াও সভায় জেলার বিভিন্ন সংগঠনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।