বান্দরবানে শুরু হয়েছে হাম-রুবেলা টিকা দান

NewsDetails_01

শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বান্দরবানে শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন।

শনিবার (১২ ডিসেম্বর ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় বান্দরবান পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গনে এই টিকাদান ক্যম্পেইনের উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এসময় ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়।

NewsDetails_03

টিকাদান ক্যম্পেইনের উদ্বোধনকালে সিভিল সার্জন ডা.অং সুই প্রু মারমা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ভানু মারমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডেকেল অফিসার ডা.মাহাজাবীন হকসহ স্বাস্থ্যকর্মী এবং বিশেষজ্ঞ ডাক্তাররা এসময় উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়,এবারে বান্দরবান জেলায় ১লক্ষ ১৬ হাজার ৩৪৬জন শিশুকে এই হাম রুবেলা টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আর ২৭৬জন টিকাদানকারী,১০৫ জন সুপারভাইজার এবং ৪১৪জন স্বেচ্ছাসেবক ২ হাজার ৫শ ২০টি টিকাদান কেন্দ্রে দেড় মাসব্যাপী এই ক্যাম্পেইন পরিচালনা করবে।

আরও পড়ুন