বান্দরবানে শূকরের আক্রমণে যুবকের মৃত্যু

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি দৌছড়ি ইউনিয়নের কুড়িক্ষ্যং এলাকায় বন্য শূকরের আক্রমণে আবু বক্কর সিদ্দিক (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

NewsDetails_03

স্থানীয়রা জানান, ৭ মার্চ কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউপির দক্ষিণ মৌলভী কাটা এলাকার আবুল বাশারের ছেলে আবু বক্কর সিদ্দিকসহ ৪-৫ জন ওই এলাকায় বাড়ি নির্মাণের জন্য গাছ এবং বাঁশ কাটতে আসেন। তবে গতকাল রাত ৮টার সময় হঠাৎ বন্য শূকর আক্রমণ করে। দুর্গম এলাকা হওয়ায় সেখানেই আহত অবস্থায় পড়ে থেকে চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বান্দরবানের নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, ঘটনাস্থল দুর্গম হাওয়ার কারণে আমরা আজ খবর পেয়েছি। কবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিস্তারিত লাশ থানায় আনার পর জানা যাবে।

আরও পড়ুন