বান্দরবানে শেষ হলো অনলাইন ভিত্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিযোগিতা

বান্দরবানে অনুষ্ঠিত হলো ১১ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত ও নৃত্য বিষয়ে আয়োজিত অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলানায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

NewsDetails_03

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে মন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিউট এর জাদুঘরে ঘুড়ে দেখেন । পরে মুজিব বর্ষ উপলক্ষে উদ্বোধন করেন বঙ্গবন্ধু কর্ণার। পরে যোগ দেন সাংস্কৃতি অনুষ্ঠান সম্প্রীতির বান্দরবানে সুরের ঐকাতান অনুষ্ঠানে। এ সময় ত্রিপুরা, বম, চাকমা, মারমা সহ ১১ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুরা তাদের ঐতিহ্যগত পোষাক পরিধান করে গান ও নৃত্য পরিবেশন করেন ।

আরও পড়ুন