বিপুল উৎসাহ উদ্দীপনায় উল্টো রথ টানার মধ্যে দিয়ে বান্দরবানে শেষ হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। শুক্রবার বিকালে বালাঘাটা রক্ষাকালী মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ দেবের রথটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । এ সময় বৃষ্টি আর জলবদ্ধতা উপেক্ষা করে সনাতন ধর্মানুসারীরা রথটি টেনে শহরের কেন্দ্রীয় দূর্গা মন্দিরে নিয়ে আসে। জগন্নাথ দেবের অনুগ্রহ পেলেই মানুষের মুক্তিলাভ হয় । এই বিশ্বাস রেখেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা । গত ০৪ জুলাই রথযাত্রার মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা শুরু হয়।