বান্দরবানে শেষ হলো জেলা প্রশাসক গোল্ডকাপ টার্গেটবল টুর্ণামেন্ট

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে জেলা প্রশাসক গোল্ডকাপ টার্গেটবল টুর্ণামেন্ট ২০২৫ সমাপ্তি হয়েছে।

আজ ২১ জুন (শনিবার) বিকেলে বান্দরবান জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুলিশ দল ১১-৪ গোলে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

NewsDetails_03

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম হাসান উপস্থিত থেকে বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য থুইসিং প্রু, বিপ্লব চৌধুরী, তপন ত্রিপুরা, সম্মিলিত ক্রীড়া পরিষদ এর সভাপতি আজহারুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রফিকুল আলম, টার্গেটবল এসোসিয়েশন এর সহ-সভাপতি বিএম শহীদুজ্জামান, সাধারণ সম্পাদক দ্বীন ইসলামসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

বান্দরবানে বাংলাদেশ টার্গেটবল এসোসিয়েশন এর আয়োজনে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে বান্দরবান ও চট্টগ্রাম জেলার মোট ৬টি দল অংশ নেয়, আর প্রথমবারের মত বান্দরবানে এই ধরণের আয়োজন করা হয়।

আরও পড়ুন