শুক্রবার বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্টানে এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক মো.মুজিবুর রশীদ, বাংলাদেশ এ্যমেচার বক্সিং ফেডারশনের বক্সিং প্রশিক্ষক মানিকুল ইসলাম প্রমুখ ।
সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে মোট ৫০ জন বক্সার অংশ নেয় এবং এদের মধ্যে বাছাইকৃত আটজন বক্সারকে পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে উন্নত প্রশিক্ষন প্রদান করা হবে। প্রশিক্ষনের শেষ দিনে প্রশিক্ষনার্থীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।