বান্দরবানে শ্রমিকদের ঈদ উপহার প্রদান করেছে শ্রমিকলীগ

NewsDetails_01

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকলীগ বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে জেলা শ্রমিক লীগের নেতাকর্মীদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (২২ মে) সকালে বান্দরবান শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই ঈদ উপহার প্রদান করা হয়।

এসময় বান্দরবান জেলা শ্রমিক লীগের শতাধিক নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার হিসেবে সেমাই নারিকেল, ডাল, চিনি, তেল, আলু ,পিঁয়াজ ,কিচমিচ,পাউডার দুধ, সাবানসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

NewsDetails_03

এসময় ঈদ উপহার প্রদানকালে বান্দরবান জেলা শ্রমিকলীগের সভাপতি মো:মুছা কোম্পানী, সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলামসহ বান্দরবান জেলা শ্রমিকলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বান্দরবান জেলা শ্রমিকলীগের সভাপতি মো:মুছা কোম্পানী জানান,করোনা ভাইরাস সংকটে আসন্ন ঈদ করতে অনেকের কষ্ট হয়ে যাবে তাই মানবিক কারনে শ্রমিকদের কল্যাণে এই ঈদ উপহার দেয়া হয়েছে।

আরও পড়ুন