বান্দরবানে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : ইলিয়াছ সভাপতি, কামাল সাধারণ সম্পাদক

NewsDetails_01

jep - Copyআনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে বান্দরবানের জীপ, কার, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো: ইলিয়াছ সভাপতি ও মো: কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিঠির সূত্রে জানা গেছে, নির্বাচনে ১২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় মো: ইলিয়াছ, ১২২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন দিলিপ দাশ। সাধারণ সম্পাদক পদে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয় মো: কামাল, তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মো: রশিদ ১০৪ ভোট পায়। সহ সভাপতি পদে ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয় মো: হারুন, তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন সুক্ষুদরর্শী বড়ুয়া ৭৭ ভোট পায়।
অন্যদিকে সহ সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে মো: হারুন, সাংগঠনিক সম্পাদক পদে ১১৪ ভোট পেয়ে মো: আলমগীর, অর্থ সম্পাদক পদে ১৭৭ ভোট পেয়ে মো: বাদশা, দপ্তর সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে পুলুসে মার্মা এবং প্রচার সম্পাদক পদে ৯০ ভোট পেয়ে মো: এমরান হোসেন নির্বাচিত হয়।
নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরে জেলার পরিবহন শ্রমিকদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করে।

আরও পড়ুন