পরে স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এক আলোচনা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বান্দরবান জেলা শ্রমিকলীগের সভাপতি মো:মুছা কোম্পানির সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসস,জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ,যুবলীগ,কৃষক লীগ,ছাত্র লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে জেলা শ্রমিকলীগের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।