বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলনের সফলতা কামনায় জেলা শ্রমিক লীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২১নভেম্বর) সন্ধ্যায় জেলা শ্রমিকলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মুছা কোম্পানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: শফিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, সহ সভাপতি একেএম জাহাঙ্গীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ক্য সা প্রু, সাবেক যুবনেতা চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ মামুনুর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মারমা, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিংথোয়াই অং মারমা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সনজয় সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এসময় আলোচনা সভায় আগামী ২৫শে নভেম্বর বান্দরবান জেলা আওয়ামীলীগের সম্মেলনে সকল নেতাকর্মীকে উপস্থিত থাকা এবং সম্মেলনকে সফল ও স্বার্থক করার আহবান জানান। সভায় নেতৃবৃন্দরা জেলা আওয়ামীলীগের সম্মেলনকে সফল করতে আহবান জানান।
এদিকে দীর্ঘ ৬বছর পর জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এবারের সম্মেলনে মোট ১৫৬জন ভোটার কাউন্সিলে অংশ নেবে।