শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটায় অংশ নেয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিবর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জেলা শ্রমিক লীগ। আজ শুক্রবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বান্দরবানস্থ বাসভবনে কেক কাটার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জেলা শ্রমিক লীগ।
এই সময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কেক কাটায় অংশ নেয়। অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা শ্রমিক লীগের সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী মো:মুছা কোম্পানী, সহ-সভাপতি মো:রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম,শ্রমিক নেতা মো:মামুনুর রশীদ,সবুজ বড়ুয়া,মো:জামালসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।