বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের শিবপূজা অনুষ্ঠিত

বান্দরবানের সনাতনী সম্প্রদায়ের ভক্তরা উদযাপন করেছে শিবপূজা। শিবচতুর্দশী বা শিবরাত্রি উপলক্ষে প্রতিবছরই সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষ উপবাস থেকে শিবের পূজা করে।

NewsDetails_03

এদিকে শিবরাত্রী উপলক্ষে শনিবার (১৮ ফেব্রয়ারী) রাত ৮টায় বান্দরবান কেন্দ্রীয় মন্দিরে আয়োজন করা হয় শিবপূজা। এসময় সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ সকলে শিবের মাথায় দুধ, ডাবের জল ঢেলে এবং ফুল ও বেলপাতা দিয়ে শিবের পূজা করে। ভক্তরা মোমবাতি ও ধুপ জ্বালিয়ে আর প্রার্থনা করে পরিবার পরিজনের মঙ্গল কামনা করে।

প্রতিবছর সনাতন ধর্মালম্বীরা শিবরাত্রি উপলক্ষে শিব ঠাকুরের পূজা করে আর শিবের পূজার মধ্য দিয়ে পরিবারের সুখ সমৃদ্ধি প্রত্যাশা করে।

আরও পড়ুন