বান্দরবানে সনাতন ধর্মালম্বীরা উদযাপন করেছে দোলযাত্রা

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা, দোল পূর্ণিমা বা হোলি উৎসব আজ। এ উৎসব উপলক্ষে দেশের বিভিন্নস্থানের মত বান্দরবানের বিভিন্ন মন্দিরে ও বাসাবাড়িতে দোলযাত্রা,পূজা ও প্রসাদ বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।

দোলযাত্রা উপলক্ষ্যে আজ শুক্রবার সকালে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দিরে শুরু হয় পূজা অচর্নার। এসময় সনাতন ধর্মালম্বীরা জড়ো হয়ে পূজায় অংশগ্রহণের পাশাপাশি সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

NewsDetails_03

পরে শিশু থেকে শুরু করে উপস্থিত সকলে রাধা ও শ্রীকৃষ্ণের প্রতিমায় আবির লাগানোর পাশাপাশি একে অপরের মুখে বিভিন্ন ধরণের আবির লাগিয়ে আনন্দ উদযাপন করেন।

অন্যদিকে জেলা শহরের সাঙ্গু নদীর তীরে সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) এর আয়োজনে হোলি উৎসব এর আয়োজন করা হয়।

বান্দরবান কেন্দ্রীয় দূর্গ মন্দিরে দোলযাত্রা। ছবি-পাহাড়বার্তা

উক্ত আয়োজনে বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরের যুগ্ন আহবায়ক রাজেশ্বর দাশ, সদস্য সচিব আনন্দ দাস, সদস্য মিন্টু আইচ, এস বাসু দাশ, রাজেশ দাশ ও আশীর্বাদ সংঘের সুমন দাশ উপস্থিত ছিলেন। এসময় সনাতনী সম্প্রদায়ের নেতারা ছাত্রছাত্রীদের আবির দিয়ে হোলি উৎসব উৎযাপন করেন। অনুষ্ঠানে সংগঠনটির শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দোলযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব। তাদের বিশ্বাস, রাধা এবং তার সখীদের সঙ্গে বৃন্দাবনে আবির খেলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর সেই ঐতিহ্য থেকেই দোল যাত্রার প্রথা শুরু। প্রতিবছরই এই দিনটিকে নানা আয়োজনে উদযাপন করে হিন্দু ধর্মাবলম্বীরা।

আরও পড়ুন