বান্দরবানে মহাসমারোহে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। আজ শনিবার সকালে শহরের রাজার মাঠে জন্মাষ্টমী উৎসবের শুভ উদ্বোধন করেন ঋষিধাম বাঁশখালী ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৮ এর সভাপতি অঞ্জন কান্তি দাশসহ সনাতন ধর্মালম্বীরা।
জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সকালে বান্দরবান রাজার মাঠে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করা হয়। এর আগে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের প্রথম দিন বিকেলে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে মহানামযজ্ঞের পূর্নাহুতী, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এই জন্মাষ্টমী উৎসবের ইতি টানা হবে ।