বান্দরবানে সন্ত্রাসী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

NewsDetails_01

পাহাড়ের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে সিএনজি-মাহিন্দ্র মালিক সমিতি। মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সিএনজি ড্রাইভারের উপর হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত বান্দরবানের সব রুটে সিএনজি ও মাহিন্দ্র চলাচল বন্ধ থাকবে বলে ঘোষনা করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সিএনজি-মাহিন্দ্র সমিতির সভাপতি মো: হোসেন।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যদের বাৎসরিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার দুপুরে উজি-হেডম্যান পাড়ায় যাওয়ার সময় রাসেল নামের এক সিএনজি চালককে মারধর করে এবং তার সিএনজি আটকে রাখে। ঘটনায় বান্দরবান থানায় ১৯ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০জনকে আসামী করে মামলা দায়ের করে সিএনজি-মাহিন্দ্র সমিতি।

আরও পড়ুন