বান্দরবানে চুন প্রয়োগের মাধ্যমে অম্লীয় মাটিতে সবজির ফলন বৃদ্ধি শীর্ষক প্রযুক্তি সম্প্রসারণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক মাঠদিবস ও চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকালে বান্দরবানের ভরাখালী এলাকায় এই মাঠ দিবস ও চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । কম্পোনেন্টে-২, সাসটেইনবল ল্যান্ড ম্যানেজমেন্ট সিআরপি হিল এর আয়োজনে এই প্রকল্পের অর্থায়ন করছেন কৃষি গবেষণা ফাউন্ডেশন । এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক মো: আলতাফ হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রফেসর ড.এ জে এম সিরাজুল করিম । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিআরপি হিল এগ্রিকালচার এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. অলক কুমার পাল, প্রকল্প সমন্বয়ক ড. নুরুল আলম,পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমা, বিএসআরআই বৈজ্ঞানিক কর্মকর্তা ক্যছেন,ওএফআরডি বান্দরবানে কর্মকর্তা শরফুউদ্দিন ভূঞা,এসআরডিআই বান্দরবানের কর্মকর্তা মাহাবুবুল ইসলাম ,বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক । এই সময় বক্তারা বলেন, পাহাড়ি মাটিতে অম্লত্বের পরিমাণ বেশি হওয়ার সবজি ফসলের কাঙ্খিত ফলন পাওয়া যায় না এবং সবজির গুণগত মান ভাল হয় না । আর মাটিতে চুন প্রয়োগ করলে মাটিতে অম্লত্বের পরিমাণ কমে আসে, ফলনের গুণগত মান ভালো থাকে এবং ফলনও ভালো পাওয়া যায় ।