বান্দরবানে সবুজায়নে শক্তি ফাউন্ডেশন
উদ্বোধন করলেন জেলা প্রশাসক
শক্তি ফাউন্ডেশনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবানে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছে উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন। আজ বুধবার বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি বলেন, দেশের ২৫ শতাংশ ভূমিতে সবুজ বনায়ন থাকার কথা থাকলেও তা কমে আসছে, তাই পরিবেশ বাঁচাতে দেশের শক্তি ফাউন্ডেশনের মতো উন্নয়ন সংস্থা ও প্রতিটি নাগরিককে বৃক্ষ রোপন করতে হবে এবং বৃক্ষের যত্ন নিতে হবে।

এসময় শক্তি ফাউন্ডেশনের হেড অব অডিট ডিপার্টমেন্ট এর সিনিয়র ডিরেক্টার নাজমুল আহসান, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন প্রধান বিপ্লব কুমার চৌধুরী, চট্টগ্রাম পদুয়ার এরিয়া সুপার ভাইজার এসএম তানজীর হোসেন, চট্টগ্রামের বাঁশখালির এরিয়া সুপারভাইজার অরুন চন্দ্র দাশ, বান্দরবান সদর এর শাখা ব্যবস্থাপক সবুজ রায়, চট্টগ্রাম বাজালিয়া শাখার শাখা ব্যবস্থাপক সুমন কান্তি দে, কেরানীহাট শাখার ব্যবস্থাপক আরিফ হোসেন চৌধুরী ও শক্তি ফাউন্ডেশন এর বান্দরবানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শক্তি ফাউন্ডেশনের গ্রিন ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এপ্রিল মাসের মধ্যে ৫৫টি জেলার ৩,১০০টি বৃক্ষ রোপনের পরিকল্পনা হাতে নিয়েছে।