বান্দরবানে সব পর্যটন কেন্দ্র ১৪ দিনের জন্য বন্ধ ঘোষনা

NewsDetails_01

আগের যে কোন সময়ের চেয়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বান্দরবানের ৭টি উপজেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ফোনে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি পাহাড়বার্তাকে এই তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশে তথা বান্দরবান জেলায় করোনার প্রকোপ দ্রুত বেড়ে যাওয়ার কারনে আজ বুধবার থেকে ২ সপ্তাহের জন্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষনা করা হয়েছে। এই সময়ের মধ্যে জেলার কোন পর্যটনস্পটে পর্যটকরা অবস্থান গ্রহন করতে পারবেনা। আর পর্যটক সমাগম কমে গেলে হোটেল মোটেলেও পর্যটক শূন্য থাকবে বিধায় আনুষ্ঠানিক ভাবে হোটেল মোটেল বন্ধ ঘোষনা করা হয়নি।

NewsDetails_03

এদিকে এই ঘোষনার পর জেলার নাফাকুম,রেমাক্রি, তিন্দু, দেবতাকুম,বগালেক, মেঘলা, নীলাচল, চিম্বুকসহ যেসব পর্যটনস্পটে পর্যটকরা অবস্থান করছে তাদের দ্রুত পর্যটনস্পট ছেড়ে নিজ গন্তব্যে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, বান্দরবানে ৭টি উপজেলায় অর্ধশত পর্যটন কেন্দ্রের পাশাপাশি শতাধিক হোটেল মোটেল রয়েছে, সরকারী এই নির্দেশনায় ফের আর্থিক ভাবে ক্ষতির সন্মুখিন হবে পর্যটন শিল্পের সাথে জড়িতরা।

আরও পড়ুন