বান্দরবানে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন

NewsDetails_01

কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন রক্ষার্থে অবিলম্বে সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আবুল হাসান (রুমি), সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ কবির, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সভাপতি মাওলানা মুবাশ্বির বিন আজহার, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ নুরুল আলম সহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় বক্তব্যে বক্তারা বলেন, দেশের কোমলমতি সকল শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন রক্ষার্থে সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানান।

বক্তারা আরো বলেন, সরকার দেশের সকল ধরনের যানবাহন, পরিবহন, কল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও পর্যটন কেন্দ্র খুলে দিতে পারলে কেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবেনা অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া না হলে বক্তারা কঠিন আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন।

আরও পড়ুন