বান্দরবানে সমাজ সেবার নিয়োগপত্র পেলেন ১৫ জন

বান্দরবান পার্বত্য জেলায় অনুষ্ঠিত সমাজ সেবা অধিদপ্তরের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত ১৫ জনকে নিয়োগপত্র দেয়া হয়েছে।

সোমবার (০৫ জুন) সকালে বান্দরবান জেলা পরিষদ সভা কক্ষে নির্বাচিতদের কাছে নিয়োগপত্র তুলে দেন বান্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী নিয়োগ কমিটির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী কমিশনার অপরুপ রতন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ সদস্য সত্যহা পাঞ্জি ত্রিপুরা, লক্ষী পদ দাস, ক্য সা প্রু, তিং তিং ম্যা, কাঞ্জন জয় তঞ্চঙ্গ্যা, বান্দরবান সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মিলটন মুহুরী ।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, যারা নিয়োগ পেয়েছেন তারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে।

আরও পড়ুন