শনিবার সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো:শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, রেভেনিউ ডেপুটি কালেক্টর নুর-এ জান্নাত রুমী, নেজারত ডেপুটি কালেক্টর মো:আলী নুর খানসহ অনেকে।
পরে বিভিন্ন বয়সের ও গ্রুপ ভিত্তিক খেলায়াড়দের হা-ড-ুডু, মোরগ লড়াই, সাতচাড়া, দড়ি লাফ, কানামাছি ভোঁ-ভোঁ ও বিস্কুট দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ।