বান্দরবানে সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ

NewsDetails_01

বান্দরবানে কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা শহরের একটি আবাসিক হোটেলের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্ট আয়োজনে ও প্রেস ইউনিট, বান্দরবান সহযোগিতায় অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর এ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

NewsDetails_03

এসময় অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম-মহাসচিব মহসিন কাজী, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো:শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সহ-সভাপতি এম এ হাকিম চৌধুরীসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে সবাই সুখে আছে। প্রধানমন্ত্রী আন্তরিক বলে আজ দেশে করোনার এই মহামারিতেও সাংবাদিকসহ সকলের পাশে তিনি আছেন।

এসময় জেলার ২৯জন সাংবাদিককে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ২লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন