বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত সংবাদকর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র প্রান্তিক লেকে জেলার ৭টি উপজেলার সংবাদকর্মীদের উপস্থিতিতে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান, কাজল কান্তি দাশ, পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, প্রতিমন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, একে এম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, ফিলিপ ত্রিপুরা, অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার শম্পা রাণী সাহা, পৌর মেয়র ইসলাম বেবীর সহধর্মীনি কামরুন নেছা বেবী, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাবেক মেয়র মিজানুর রহমান বিপ্লব, পাহাড়বার্তার সম্পাদক সাদেক হোসেন চৌধুরীসহ অনেকে।
এসময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, প্রতিবছরের একটি দিন যাতে জেলার সব সাংবাদিকরা একসাথে মিলিত হতে পারে সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে, এতে পরস্পরের মধ্যে যোগাযোগ বাড়বে।
তিনি আরো বলেন, সাংবাদিকদের যেমন সমস্যার কথা তুলে ধরতে হবে তেমনি সম্ভবনা ও উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীসহ অনেকে বেলুন শিকার করে পুরষ্কার জিতে নেন। অন্যদিকে মহিলাদের মধ্যে অনেকে বেলুন ফুটিয়ে পুরষ্কার অর্জন করেন।
অনুষ্ঠানে বান্দরবানের শিল্পীদের পাশাপাশি গান পরিবেশন করে অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর। এসময় মন্ত্রীর গানে মুগ্ধ হয়ে ইসলাম কোম্পনি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিলন চক্রবর্তী, সময় টেলিভিশন ও দৈনিক জনকন্ঠের প্রতিনিধি এস বাসু দাশ, চ্যানেল ২৪ এর ফরিদুল আলম সুমন, ডেইলি অবজারভার এর রফিকুল ইসলাম, বাবুল চৌধুরী মন্ত্রীকে নগদ অর্থ প্রদান করেন। বীর বাহাদুর সবার অনুরোধে ৪টি গান পরিবেশন করেন। সাংবাদিকদের আয়োজনে উপস্থিত থাকায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিকে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছু। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো: ইয়াকুব।