বান্দরবানে সাংবাদিকদের সাথে এনসিপি’র মতবিনিময়
জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলার সমন্বয়ক কমিটি ঘোষণা উপলক্ষ্যে বান্দরবানে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ জুন (রবিবার) সকালে বান্দরবানের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলার সমন্বয়ক কমিটি ঘোষণা করেন এবং বান্দরবানের জাতীয় নাগরিক পার্টির সার্বিক বিষয় সাংবাদিকদের অবহিত করেন।

এসময় জাতীয় যুব শক্তি এনসিপি এর কেন্দ্রীয় সংগঠক মো: আমানুল্লাহ, জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলার যুগ্ম সমন্বয়কারী তপন মার্মা, লুক চাকমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল ইসলামসহ এনসিপির বিভিন্ন সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলার সমন্বয় কমিটি প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল বলেন, সম্প্রতি বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে, আর কমিটিতে আমাকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা শাখা সকলের সার্বিক প্রচেষ্টায় এনসিপির লক্ষ্য ও উদ্দেশ্যে বাস্তবায়ন করবে এবং পার্বত্য জেলার বিভিন্ন উন্নয়ন কাজ করার পাশাপাশি বৈষম্য দূর করতে কাজ করবে।