বান্দরবানে সাংবাদিক পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগে আটক ১

NewsDetails_01

বান্দরবান বাজারে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রতারনা করে অর্থ আদায়ের অভিযোগে তহিদুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে চট্টগ্রাম জেলার সন্ধীপ থানার বাসিন্দা।

NewsDetails_03

সুত্রে জানা যায়, শুক্রবার রাতে তহিদুল ইসলাম বান্দরবান সদরের বাজার এলাকায় দৈনিক অনুসন্ধান পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন ওষুধের দোকানে গিয়ে ওষুধ চেক করে অর্থ আদায় করে। পরে তার পরিচয় নিয়ে সন্দেহ হলে কয়েকজন ব্যবসায়ী তার বিরুদ্ধে দোকান থেকে অর্থ আদায়ের অভিযোগ করে পুলিশকে। পরে ওই দিন রাতেই তাকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।

এব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, বান্দরবান বাজারের ওষুধ ব্যবসায়ীদের অর্থ আদায়ের অভিযোগে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন