বান্দরবানে সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট প্রকল্পের সম্ভাব্য স্থান নির্ধারণে মতবিনিময়
পাহাড়ের গঠন ঠিক রেখেই পাহাড়ের উন্নয়ন তরান্বিত হবে,আর পাহাড়ের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করেই পার্বত্য এলাকায় আবাসিক প্লট নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো.দেলওয়ার হায়দার।
আজ ৩০ আগস্ট (মঙ্গলবার) সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আয়োজনে এবং জেলা প্রশাসন বান্দরবান এর সহযোগিতায় বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট প্রকল্পের সম্ভাব্য স্থান নির্ধারণের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো.দেলওয়ার হায়দার এই কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বান্দরবানের ১১টি ক্ষুদ্র নৃগোষ্টির ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করে এবং পাহাড়কে বৈচিত্র্যময় করে আগামীতে বান্দরবানে আবাসিক প্লট প্রকল্পের কার্যক্রম শুরু হবে আর তার সুফল পাবে পার্বত্যবাসী।
এসময় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন, বান্দরবানের জনগণের ভবিষ্যৎ উন্নত জীবনযাপনের লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এমন উদ্যোগ প্রশংসনীয় আর এই প্রকল্প বাস্তবায়ন হলে বান্দরবানের অর্থনৈতিক,সামাজিক ও পরিবেশগত উন্নয়ন আরো তরান্বিত হবে।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে সভায় এসময় জাতীয় গৃহায়ন কর্তপক্ষের অতিরিক্ত সচিব ও সদস্য ড.মো.মইনুল হক আনচারী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সদস্য কাজী ওয়াসিফ আহমাদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সদস্য বিজয় কুমার মন্ডল, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো.শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,সদর উজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরীসহ সরকারী বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।